মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ১৩৩
পরিচ্ছেদ: আল-কুরআনে ছিল পরবর্তীতে রহিত করা হয়েছে এমন আয়াতের বিবরণ।
১৩৩। কাছীর ইব্ন সালত (র) হতে বর্ণিত, তিনি বলেন, সাঈদ ইব্ন আ'স ও যায়দ ইব্ন সাবিত (রা) কুরআনের কপি তৈরি করতেন। তাঁরা যখন রজমের আয়াতে পৌছাল তখন যায়দ ইব্ন সাবিত (রা) বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি বৃদ্ধ ও বৃদ্ধা যখন যিনা করে তখন তাদেরকে অবশ্যই রজম কর উমর (রা) বললেন, যখন এ আয়াতটি নাজিল হয় তখন আমি রাসুলুল্লাহ (ﷺ) এর নিকট গিয়ে তাকে বললাম আমাকে এটা লিখিয়ে দিন। বর্ণনাকারী শো’বা (র) বলেন, মনে হচ্ছিল উমর (রা) এটা অপছন্দ করেছেন। উমর (রা) বললেন, দেখছ না বৃদ্ধ যদি বিবাহ না করে তাকে দোররা মারা হয় এবং যুবক যদি বিয়ে করার পর যিনা করে তবে তাকে রজম করা হয়?
(মুস্তাদরাক অন্যান্য গ্রন্থসূত্র।)
(মুস্তাদরাক অন্যান্য গ্রন্থসূত্র।)
باب ذكر آيات كانت في القرآن ونسخت
عن كثير بن الصلت قال كان ابن العاص (12) وزيد بن ثابت يكتبان المصاحف فمروا على هذه الآية فقال زيد سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الشيخ والشيخة إذا زنيا فارجموهما البته (13) فقال عمر لما أنزلت هذه أتيت رسول الله صلى الله عليه وسلم فقلت اكتبنيها قال شعبة (14) فكأنه كره ذلك فقال عمر ألا ترى أن الشيخ اذا لم يحصن (1) جلد وان الشاب اذا زنا وقد أحصن
