মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ১৩২
পরিচ্ছেদ: আল-কুরআনে ছিল পরবর্তীতে রহিত করা হয়েছে এমন আয়াতের বিবরণ।
১৩২। যিরর ইবন হুবাইশ (র) হতে বর্ণিত, তিনি উবাঈ ইবন কাব (রা) সূত্রে বর্ণনা করেন, তিনি (রা) জিজ্ঞাসা করলেন, তোমরা সূরা আহযাব কত আয়াত তিলাওয়াত কর? তিনি (র) উত্তর দিলেন, সত্তরের চেয়ে কিছু বেশী। উবাঈ (রা) বলেন, আমি সূরাটি রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে তিলাওয়াত করেছি তা ছিল সূরা বাকারার মত অথবা তার চেয়েও অধিক দীর্ঘ এবং তাতে রজমের আয়াতও ছিল। যিরর ইবন হুবাইশ (র) অপর এর সূত্রে বর্ণিত) তিনি উবাঈ (রা) সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, উবাঈ ইব্ন কা'ব (রা) আমাকে জিজ্ঞাসা করলেন, তোমরা কিভাবে সূরা আহযাব তিলাওয়াত কর অথবা এর আয়াত সংখ্যা কত গণনা কর? তিনি (র) বলেন, আমি উত্তর দিলাম তিয়াত্তর আয়াত। যখন তিনি (রা) বলেন, কখনও না। আমি দেখেছি তা সূরা বাকারার সমপরিমাণ আর আমরা তাতে পড়েছিঃ বৃদ্ধ ও বৃদ্ধা যখন যিনা করে তখন তাদেরকে রজম কর নিশ্চিত রূপে, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আর আল্লাহ হলেন মহাজ্ঞানী ও প্রজ্ঞাবান।
(মুস্তাদরাক, অন্যান্য গ্রন্থসূত্র।)
(মুস্তাদরাক, অন্যান্য গ্রন্থসূত্র।)
باب ذكر آيات كانت في القرآن ونسخت
عن زر بن حبيش عن أبي بن كعب رضي الله عنه قال كم تقرءون (5) سورة الأحزاب؟ قال بضعا وسبعين آية قال لقد قرأتها مع رسول الله صلى الله عليه وسلم مثل البقرة أو أكثر منها وان فيها آية الرجم (وعنه من طريق ثان) (6) (ز) عن أبي أيضا قال قال لي ابي بن كعب كأين (7) تقرأ سورة الأحزاب أو كأين (8) تعدها؟ قال قلت له ثلاثا وسبعين آية (9) فقال قط لقد رأيتها وإنها لتعادل سورة البقرة ولقد قرأنها فيها الشيخ والشيخة إذا زنيا فاجموهما البتة نكالا من الله والله عليم حكيم
