মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ১৩১
পরিচ্ছেদ: কুরআনের কিছু অংশ রহিত করণের বৈধতা এবং তার দলীল।
১৩১। উবাঈ ইবন কা'ব (রা) তে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে নিয়ে সালাতুল ফজর আদায় করলেন এবং তাতে একটি আয়াত ছেড়ে দিলেন। তখন আমার পিতা আসলেন-আর তিনি সালাতের কিছু অংশ পাননি- অতঃপর আমার পিতা সালাত সমাপ্ত করে বললেন, ইয়া রাসূলুল্লাহ (ﷺ) এ আয়াত কি রহিত হয়ে গেছে নাকি আপনি ভুলে গেছেন? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, রহিত হয়নি, আমি ভুলে গেছি।
باب جواز نسخ بعض القرآن والدليل على ذلك
عن أبي بن كعب قال صلى بنا النبي صلى الله عليه وسلم الفجر وترك آية فجاء أبي وقد فاته بعض صلاة فلما انصرف (1) قال يا رسول الله نسخت هذه الآية أو أنيستها؟ (2) قال لا بل أنسيتها
tahqiqতাহকীক:তাহকীক চলমান