মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ১২৫
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: আল-কুরআনের সর্ব শেষ অবতীর্ণ সূরা ও আয়াত।
১২৫। জুবায়র ইবন নুফায়র (র) হতে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা (রা) এর নিকট প্রবেশ করলে তিনি আমাকে জিজ্ঞাসা করলেন: তুমি সূরা মায়িদা পড়? তিনি (র) বলেন, আমি বললাম হ্যাঁ, আয়েশা (রা) বলেন, তা হচ্ছে সর্বশেষ অবতীর্ণ সূরা। তাই তোমরা তাতে যা হালাল পাবে তাকে হালাল মনে করবে আর যা হারাম পাবে তাকে হারাম মনে করবে। আর আমি তাঁকে রাসূলুল্লাহ (ﷺ) এর স্বভাব-চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম, তখন তিনি বললেন, কুরআন (হচ্ছে তাঁর চরিত্রের বাস্তব উদাহরণ)।
(তিরমিযী, মুস্তাদরাক, অন্যান্য গ্রন্থসূত্র।)
(তিরমিযী, মুস্তাদরাক, অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب آخر مانزل من سورة القرآن وآياته
عن جبير بن نفير قال دخلت على عائشة فقالت هل تقرأ سورة المائدة؟ قال قلت نعم قالت فإنها آخر سورة نزلت (4) فما وجدتم فيها من حلال فاستحلوه وما وجدتم فيها من حرام فحرموه وسألتها عن خلق رسول الله صلى الله عليه وسلم فقالت القرآن