মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ১২৪
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: আল-কুরআনের সর্ব শেষ অবতীর্ণ সূরা ও আয়াত।
১২৪। বারা ইব্ন আযিব (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর ওপর অবতীর্ণ সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা হচ্ছে সূরা বারাআত, আর সর্বশেষ অবতীর্ণ আয়াত হল সূরা নিসার শেষ আয়াত يَسْتَفْتُونَكَ ... بِكُلِّ شَيْ عَلِيْمٍ
(বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, অন্যান্য গ্রন্থসূত্র।)
(বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب آخر مانزل من سورة القرآن وآياته
عن البراء قال آخر سورة نزلت على النبي صلى الله عليه وسلم كاملة براءة وآخر آية نزلت خاتمة سورة النساء يستفتونك الخ السورة