মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ১২৬
পরিচ্ছেদ: আল-কুরআনের সর্ব শেষ অবতীর্ণ সূরা ও আয়াত।
১২৬। সাঈদ ইবন মুসায়য়িব (রা) হতে বর্ণিত তিনি বলেন, উমার (রা) বলেছেন, আল-কুরআনের সর্বশেষ অবতীর্ণ আয়াত হচ্ছে সুদ সম্পর্কিত আয়াত(১) রাসূলুল্লাহ (ﷺ) যার ব্যাখ্যা দেয়ার পূর্বের পরলোকগমন করেছেন, সুতরাং তোমরা সুদ ও সুদ সংশ্লিষ্ট সকল কিছুই পরিত্যাগ কর।(২)
টিকা: ১. সূরা বাকারা, আয়াত নং ২৭৫-২৭৮
টিকা: ২. ইবন মাজাহ।
টিকা: ১. সূরা বাকারা, আয়াত নং ২৭৫-২৭৮
টিকা: ২. ইবন মাজাহ।
باب آخر مانزل من سورة القرآن وآياته
عن سعيد بن المسيب قال قال عمر رضي الله عنه أن آخر ما نزل من القرآن آية الربا (6) وأن رسول الله صلى الله عليه وسلم قبض ولم يفسرها فدعوا الربا والريبة
