মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ১১৫
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: আল-কুরআন সাত রীতিতে নাজিল হয়েছে।
১১৫। আমর ইবন 'আ'স (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কুরআন সাতটি রীতিতে নাজিল হয়েছে, তোমরা যে কোন রীতিতে তা পাঠ কর না কেন তোমাদের পাঠ সঠিক হবে। তাই তোমরা এ ব্যাপারে
মতবিরোধ কর না কেননা, এ ব্যাপারে মত বিরোধ করা কুফরী।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب نزول القرآن على سبعة أحرف
عن عمرو بن العاص أن رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم قال نزل القرآن على سبعة أحرف على اي حرف قرأتم فقد أصبتم فلا تماروا فيه فإن المراء فيه كفر
tahqiqতাহকীক:তাহকীক চলমান