মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ১১৪
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: আল-কুরআন সাত রীতিতে নাজিল হয়েছে।
১১৪। আবূ বাকরা (রা) হতে বর্ণিত তিনি বলেন, জিবরাঈল (আ) বলেছেন, হে মুহাম্মদ! আপনি আল কুরআন এক রীতিতে পাঠ করুন। (অপর এক বর্ণনায় রাসূলুল্লাহ (ﷺ) বলেন, আমার নিকট জিবরাঈল ও মিকাঈল (আ) আসলেন, তারপর জিবরাঈল (আ) বললেন, আপনি আল কুরআন এক রীতিতে পাঠ করুন। মিকাঈল (আ) বললেন, তাঁকে একটু বাড়িয়ে দিন, তখন তিনি (জিবরাঈল (আ) বাড়িয়ে দিলেন এবং বললেন, আপনি দুই রীতিতে পাঠ করুন, মিকাঈল (আ) বলেন, তাঁকে আর ও বাড়িয়ে দিন, তখন তিনি সাতরীতি পর্যন্ত বাড়িয়ে দিলেন এবং বললেন এ রীতিগুলোর সবই প্রশান্তি দায়ক ও যথেষ্ট, যতক্ষণ না আযাবের আয়াত রহমতের অর্থের অথবা রহমতের আয়াত আযাবের অর্থের নির্দেশ না করে। যেমন: আস এ অর্থ বুঝানোর জন্য আপনি أَقْبِلْ تَعَالْ ও هَلُمَّ ব্যবহার করতে পারেন। আবার যা বুঝানোর জন্য وَاذْهَبْ وَأَسْرِعْ وَأَعْجِلْ সবই ব্যবহার করতে পারেন।
(তাবারানী, অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب نزول القرآن على سبعة أحرف
عن أبي بكرة أن جبريل عليه السلام قال يا محمد اقرأ القرآن على حرف (وفي لفظ أن النبي صلى الله عليه وسلم قال أتاني جبريل وميكائيل عليهما السلام فقال جبريل اقرأ القرآن على حرف) قال ميكائيل عليه السلام استزده فاستزاده قال اقرأه على حرفين قال ميكائيل استزده فاستزاده حتى بلغ سبعة أحرف (2) قال كل شاف (3) كاف ما لم تختم (4) آية عذاب برحمة أو آية رحمة بعذاب نحو قولك تعالى (5) وأقبل وهلم واذهب واسرع وأعجل
tahqiqতাহকীক:তাহকীক চলমান