মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ৪৭
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: কিরাআতের ক্ষেত্রে ধীর স্থিরতা এবং রাসূল (ﷺ) এর কিরাআত প্রসঙ্গ।
৪৭। কাতাদা হতে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস ইবন মালিক (রা) কে রাসূল (ﷺ) এর কিরাআত সম্পর্কে জিজ্ঞাসা করলাম, তিনি বললেন, রাসূল (ﷺ) তাঁর কিরাআতে স্বর অনেক দীর্ঘ করতেন, অপর এক বর্ণনামতে, রাসূল (ﷺ) এর কিরাআত ছিল দীর্ঘ, প্রত্যেকটি মাদ্দের ক্ষেত্রে তিনি দীর্ঘায়িত করতেন।
(বুখারী, আবু দাউদ, নাসাঈ, তিরমিযি, ইবন মাজাহ, বায়হাকী অন্যান্য গ্রন্থসূত্র।)
(বুখারী, আবু দাউদ, নাসাঈ, তিরমিযি, ইবন মাজাহ, বায়হাকী অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ما جاء في ترتيل القراءة وقراءة النبي صلى الله عليه وسلم
عن قتادة قال سألت أنس بن مالك رضي الله عنه عن قراءة رسول الله صلى الله عليه وسلم قال كان يمد بها صوته مدا وفي لفظ كانت قراءة رسول الله صلى الله عليه وسلم مدا يمد بها مدا