মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ৪৬
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: কিরাআতের ক্ষেত্রে ধীর স্থিরতা এবং রাসূল (ﷺ) এর কিরাআত প্রসঙ্গ।
৪৬। ইব্ন আবু মুলায়কা (র) হতে বর্ণিত, তিনি বলেন, রাসুল (ﷺ) এর কোন কোন স্ত্রীকে, আমার জানামতে হাফসা (রা) কে রাসূল (ﷺ) এর কিরাআত সম্পর্কে জিজ্ঞাসা করা হল, তখন তিনি (রা) বললেন, তোমরা তা পালন করছো না, তিনি বলেন, আল হামদুলিল্লাহি রাব্বিল আলামীন, আর রাহমানির রাহীম, অর্থাৎ ধীর স্থির ভাবে।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ما جاء في ترتيل القراءة وقراءة النبي صلى الله عليه وسلم
عن ابن أبي مليكة أن بعض أزواج النبي صلى الله عليه وسلم ولا أعلمها إلا حفصة رضي الله عنها سئلت عن قراءة رسول الله صلى الله عليه وسلم فقالت إنكم لا تطيقونها قالت الحمد لله رب العالمين الرحمن الرحيم تعني الترتيل