মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ৪৫
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: কিরাআতের ক্ষেত্রে ধীর স্থিরতা এবং রাসূল (ﷺ) এর কিরাআত প্রসঙ্গ।
৪৫। মুসলিম ইব্ন মিখরাক (রা) আয়েশা (রা) সূত্রে বর্ণনা করেন, তিনি (র) বলেন, আয়েশা (রা) এর কাছে বলা হয়েছিল, কিছু মানুষ একরাত্রে একবার বা দু'বার সমস্ত কুরআন তিলাওয়াত করে আয়েশা (রা) বলেন, তারা পড়েছে না পড়ার মত। আমি পূর্ণ চন্দ্রিমা রাতে রাসূল (ﷺ) এর সঙ্গে ছিলাম (অপর এক বর্ণনামতে, পূর্ণ চন্দ্রিমা রাত্রে রাসূল (ﷺ) জাগ্রত ছিলেন) তখন তিনি সূরা বাকারা, আলে ইমরান ও নিসা তিলাওয়াত করলেন। যখনই কোন ভীতির বিবরণ সম্পর্কিত আয়াত আসতো তখন তিনি আল্লাহর নিকট দু'আ ও আশ্রয় প্রার্থনা করতেন, আবার যখনই কোন সুসংবাদের বিবরণ সম্পর্কিত আয়াত আসতো তখন তিনি আল্লাহর নিকট দু'আ ও উক্ত সুসংবাদকৃত বস্তুর প্রত্যাশা করতেন।
(বায়হাকী, ইমাম মুসলিম, আহমদ ও নাসাঈ (র) হুজায়ফা (রা) সূত্রে হাদীসটি উল্লেখ করেছেন অন্যান্য গ্রন্থসূত্র।)
(বায়হাকী, ইমাম মুসলিম, আহমদ ও নাসাঈ (র) হুজায়ফা (রা) সূত্রে হাদীসটি উল্লেখ করেছেন অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ما جاء في ترتيل القراءة وقراءة النبي صلى الله عليه وسلم
عن مسلم بن مخراق عن عائشة قال ذكر لها أن ناسا يقرؤن القرآن في الليلة مرة أو مرتين فقالت أولئك قرؤا ولم يقرؤا (2) كنت أقوم مع رسول الله صلى الله عليه وسلم ليلة التمام (3) (وفي رواية كان رسول الله صلى الله عليه وسلم يقوم الليلة التمام) فكان يقرء سورة البقرة وآل عمران والنساء فلا يمر بآية فيها تخوف إلا دعا الله عز وجل واستعاذ ولا يمر بآية فيها استبشار إلا دعا الله عز وجل ورغب إليه