মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ৪৪
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: সরবে কুরআন তিলাওয়াত করা সুর দিয়ে পড়া এবং সুন্দর কণ্ঠে তিলাওয়াত প্রসঙ্গ।
৪৪। বারা ইব্ন আজিব (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, তোমরা তোমাদের সুমিষ্ট কণ্ঠ দ্বারা কুরআনকে সুশোভিত করে তোল।
(আবূ দাউদ, নাসাঈ, ইবন মাজাহ অন্যান্য গ্রন্থসূত্র।)
(আবূ দাউদ, নাসাঈ, ইবন মাজাহ অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ما جاء في الجهر بقراءة القرآن والتغني به وحسن الصوت
عن البراء قال قال رسول الله صلى الله عليه وآله وصحبه وسلم زينوا القرآن بأصواتكم