মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ৩৭
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: সরবে কুরআন তিলাওয়াত করা সুর দিয়ে পড়া এবং সুন্দর কণ্ঠে তিলাওয়াত প্রসঙ্গ।
৩৭। আবু হুরায়রা (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ তা'আলা কোন নবীকে সুর দিয়ে কুরআন পড়তে যেমন অনুমতি দিয়েছেন, অন্য কোন জিনিসে তেমন অনুমতি দেননি। অপর এক বর্ণনায়, অতিরিক্ত আছে, উচ্চ স্বরে পাঠের ক্ষেত্রে।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ অন্যান্য গ্রন্থসূত্র।)
(বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ما جاء في الجهر بقراءة القرآن والتغني به وحسن الصوت
عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم ما أذن الله لشيء (4) ما أذن لنبي (5) أن يتغنى بالقرآن (6) (زاد في رواية) فيما يجهر به