মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ৩৬
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: কুরআন তিলাওয়াতের ফজীলত এর অনুসরণ এবং তদানুযায়ী আমল প্রসঙ্গ।
৩৬। সাহল ইব্‌ন মু'আয (রা) তাঁর পিতা সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি মহান আল্লাহর সন্তুষ্টির জন্য এক হাজার আয়াত তিলাওয়াত করবে, আল্লাহ তাকে কিয়ামতের দিন নবীগণ, সত্যবাদী সাহাবীগণ, শহীদগণ ও সৎকর্মশীল বান্দাদের সঙ্গী করবেন। তারা কতই না উত্তম সঙ্গী ইন্‌শাআল্লাহ।
(আবু দাউদ)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب فضل قراءة القرآن والتعبد به والعمل بما فيه
عن سهل بن معاذ عن أبيه عن رسول الله صلى الله عليه وسلم قال من قرأ ألف آية في سبيل الله (1) تبارك وتعالى كتب يوم القيامة مع النبيين والصديقين (2) والشهداء والصالحين وحسن أولئك رفيقا إن شاء الله تعالى
tahqiqতাহকীক:তাহকীক চলমান