মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ৩৫
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: কুরআন তিলাওয়াতের ফজীলত এর অনুসরণ এবং তদানুযায়ী আমল প্রসঙ্গ।
৩৫। জাবির ইবন আব্দুল্লাহ (রা) হতে বর্ণিত, তিনি বলেন রাসূল (ﷺ) মসজিদে প্রবেশ করলেন, তথায় তিনি কুরআন তিলাওয়াতরত একদল মানুষকে দেখতে পেলেন, তখন তিনি বললেন তোমরা কুরআন পড়তে থাকো, (অপর এক বর্ণনা মতে, বর্ণনাকারী বলেন, রাসূল (ﷺ) তখন তাদের পড়া মন দিয়ে শুনলেন, অতঃপর তাদেরকে বললেন, তোমরা পড়তে থাকো, কেননা তাতেই সকল কল্যাণ) এবং এর দ্বারা তোমরা আল্লাহর অনুগ্রহ প্রত্যাশা করো, সে দিন আসার পূর্বে যেদিন এমন একদল মানুষ আসবে যারা কুরআনকে লটারীর তীরের মতো সোজা করবে, আর নগদ (পার্থিব) বিনিময় প্রত্যাশা করবে বাকি (আখিরাতের) বিনিময় কামনা করবে না।
(আবু দাউদ অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب فضل قراءة القرآن والتعبد به والعمل بما فيه
عن جابر ابن عبد الله قال دخل النبي صلى الله عليه وسلم المسجد فإذا فيه قوم يقرءون القرآن قال اقرءوا القرآن (وفي رواية قال فاستمع فقال اقرءوا فكل حسن) وابتغوا به الله عز وجل من قبل أن يأتي قوم يقيمونه (10) إقامة القدح يتعجلونه ولا يتأجلونه
tahqiqতাহকীক:তাহকীক চলমান