মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ৩৮
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: সরবে কুরআন তিলাওয়াত করা সুর দিয়ে পড়া এবং সুন্দর কণ্ঠে তিলাওয়াত প্রসঙ্গ।
৩৮। সা'আদ ইবন আবি ওয়াক্কাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কুরআন তিলাওয়াতের ক্ষেত্রে যে ব্যক্তি সূর দেয় না সে আমাদের দলভুক্ত নয়। ওয়াকী (র) (হাদীসের জনৈক বর্ণনাকারী) বলেন, يَتَغَنى অর্থ হলো কুরআন দ্বারা নিজেকে ঐশ্বর্যশালী মনে করা।
(আবু দাউদ, ইবন মাজাহ, ইবন হিব্বান, মুস্তাদরাক অন্যান্য গ্রন্থসূত্র।)
(আবু দাউদ, ইবন মাজাহ, ইবন হিব্বান, মুস্তাদরাক অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ما جاء في الجهر بقراءة القرآن والتغني به وحسن الصوت
عن سعد بن أبي وقاص قال قال رسول الله صلى الله عليه وسلم ليس منا (8) من لم يتغن بالقرآن (9) قال وكيع (أحد الرواة) يعني يستغني به