মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ৩১
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: কুরআন তিলাওয়াতের ফজীলত এর অনুসরণ এবং তদানুযায়ী আমল প্রসঙ্গ।
৩১। আব্দুল্লাহ ইবন বুরায়দা (রা) তার পিতা সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কিয়ামতের দিন কুরআন বিবর্ণ ৪ চেহারার পুরুষ রূপে উপস্থিত হবে, অতঃপর কুরআনের ধারণকারীকে বলবে, আমি সেই কুরআন যার জন্য তুমি বিনিদ্র রজনী যাপন করেছো, আমি সেই কুরআন যার জন্য তুমি গ্রীষ্মের প্রখর রৌদ্রকে সহ্য করেছো।
(ইবন মাজাহ, মুস্তাদরিক)
কুরআনকে ধারণ করে রাত্রে, ইবাদত করা এবং দিনে রোজা রাখার ফলে মুমীনের চেহারা বিবর্ণ হয়ে যায় তার সহমর্মিতার জন্য কুরআন বিকৃত চেহারার মানুষের আকৃতি ধারণ করবে।
(ইবন মাজাহ, মুস্তাদরিক)
কুরআনকে ধারণ করে রাত্রে, ইবাদত করা এবং দিনে রোজা রাখার ফলে মুমীনের চেহারা বিবর্ণ হয়ে যায় তার সহমর্মিতার জন্য কুরআন বিকৃত চেহারার মানুষের আকৃতি ধারণ করবে।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب فضل قراءة القرآن والتعبد به والعمل بما فيه
عن عبد الله بن بريدة عن أبيه رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم يجيء بالقرآن يوم القيامة كالرجل الشاحب (13) فيقول لصاحبه أنا الذي اسهرت ليلك (14) واظمأت هو أجرك