মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ২৯
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: কুরআন তিলাওয়াতের ফজীলত এর অনুসরণ এবং তদানুযায়ী আমল প্রসঙ্গ।
২৯। আবু হুরায়রা (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন কোন জনসমষ্টি যখন কোন মসজিদে আল্লাহর কিতাব তিলাওয়াত ও অধ্যায়নের জন্য একত্রিত হয়, তখনই তাদের উপর প্রশান্তি অবতীর্ণ হয়, তাদেরকে রহমত ঘিরে ফেলে ও ফিরিস্তাগণ তাদেরকে বেষ্টন করেন এবং আল্লাহ তাঁর নৈকট্য অর্জনকারী ফিরিস্তাদের নিকট তাদের গুণের বর্ণনা দেন, আর যে ব্যক্তি তার কর্ম পিছিয়ে রাখে তার বংশ মর্যাদা তাকে অগ্রাগামী করতে পারে না।
(মুসলিম, আবু দাউদ অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب فضل قراءة القرآن والتعبد به والعمل بما فيه
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم قال وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويندارسونه (11) بينهم إلا نزلت عليهم السكينة (1) وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله عز وجل فيمن عنده (2) ومن أبطأ به عمله لم يسرع (3) به نسبه
tahqiqতাহকীক:তাহকীক চলমান