মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ২৮
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: কুরআন তিলাওয়াতের ফজীলত এর অনুসরণ এবং তদানুযায়ী আমল প্রসঙ্গ।
২৮। সাইব ইবন ইয়াযীদ (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট সূরায়হ হাদরামী (রা) এর উল্লেখ করা হলে তিনি (ﷺ) বলেন, সে এমন এক ব্যক্তি যে কুরআন নিয়ে ঘুমায় না।*
(নাসাঈ, তাবারানী অন্যান্য গ্রন্থসূত্র।)
*একথাটি দ্বারা উক্ত ব্যক্তির প্রশংসা বা নিন্দা উভয়ই বুঝতে পারে। প্রশংসা বুঝালে তার ব্যাখ্যা হবে সে সারারাত কুরআন তিলাওয়াত করে তাই সে ঘুমায় না আবার নিন্দা বুঝালে তার ব্যাখ্যা হবে সে ঘুমের আগে বা পরে কুরআন তিলাওয়াত করে না।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب فضل قراءة القرآن والتعبد به والعمل بما فيه
عن السائب بن يزيد أن شريحا الحضرمي رضي الله عنه ذكر عند النبي صلى الله عليه وسلم فقال ذاك رجل لا يتوسد (9) القرآن
tahqiqতাহকীক:তাহকীক চলমান