মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ২৫
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: কুরআন তিলাওয়াতের ফজীলত এর অনুসরণ এবং তদানুযায়ী আমল প্রসঙ্গ।
২৫। ইয়াজিদ ইবন আখনাস (রা) হতে বর্ণিত, রাসূল (ﷺ) বলেছেন, তোমাদের মধ্যে দুটি ক্ষেত্র ব্যতীত অন্য কোন ব্যাপারে প্রতিযোগিতা করা সমীচীন নয় (ক) এমন ব্যক্তি যাকে আল্লাহ তা'য়ালা কুরআনের জ্ঞান দিয়েছেন, অতঃপর সে দিবারাত্র সর্বক্ষণ তাতে কায়েম থাকে এবং কুরআনে বর্ণিত নির্দেশনাবলীর অনুসরণ করে তা দেখে অন্য কোন ব্যক্তি যদি বলে, আল্লাহ অমুক ব্যক্তিকে যে জ্ঞান দান করেছেন অনুরূপ জ্ঞান যদি আমাকে দান করেন, তাহলে ঐ ব্যক্তি
যেরূপ তাতে কায়েম থাকে আমিও অনুরূপ কায়েম থাকব। (খ) এমন ব্যক্তি যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, অতঃপর সে তা সৎপথে ব্যয় করে এবং দান করে তা দেখে যদি অন্য কোন ব্যক্তি বলে, আল্লাহ অমুক ব্যক্তিকে যে সম্পদ দান করেছেন অনুরূপ সম্পদ যদি আমাকে দান করেন, তাহলে আমিও অনুরূপ দান-খয়রাত করব। তখন এক ব্যক্তি বললো, ইয়া রাসূলুল্লাহ (ﷺ) বলুন তো কোন ব্যক্তির চরিত্রে বীরত্ব থাকে।
হাদীসের বাকী অংশ জানা যায়নি।(১)
টিকা: ১. হাদীসের বাকী অংশ না জানার কারণে ঐ ব্যক্তির প্রশ্ন এবং রাসূল প্রদত্ত জবাব আমাদের অজানা।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب فضل قراءة القرآن والتعبد به والعمل بما فيه
عن يزيد بن الأخنس أن رسول الله صلى الله عليه وسلم قال لا تنافس (7) بينكم إلا في اثنتين رجل أعطاه الله عز وجل القرآن فهو يقوم به آناء الليل وآناء النهار ويتبع ما فيه فيقول رجل لو أن الله تعالى أعطاني مثل ما أعطى فلانا فأقوم به كما يقوم به ورجل أعطاه الله مالا فهو ينفق ويتصدق فيقول رجل لو أن الله اعطاني مثل ما أعطى فلانا فأتصدق به فقال رجل يا رسول الله أرأيتك النجدة تكون في الرجل وسقط باقي الحديث
tahqiqতাহকীক:তাহকীক চলমান