মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ২৪
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
অধ্যায়: কুরআন তিলাওয়াত এবং এর আদবসমূহ

পরিচ্ছেদ: কুরআন তিলাওয়াতের ফজীলত এর অনুসরণ এবং তদানুযায়ী আমল প্রসঙ্গ।
২৪। আব্দুল্লাহ ইবন উমার (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, দুই ব্যক্তির ক্ষেত্রেই কেবল ঈর্ষা করা যায় (ক) এমন ব্যক্তি যাকে আল্লাহ কুরআনের জ্ঞান দিয়েছেন, অতঃপর সে দিবারাত সর্বক্ষণ তাতে কায়েম থাকে ও (খ) এমন ব্যক্তি যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, অতঃপর সে দিবারাত্র সর্বক্ষণ তা ন্যায়ের পথে ব্যয় করে।
(বুখারী, মুসলিম অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
أبواب تلاوة القرآن وآدابها

باب فضل قراءة القرآن والتعبد به والعمل بما فيه
عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم لا حسد (2) إلا في اثنتين رجل (3) آتاه الله القرآن فهو يقوم به (4) آناء الليل والنهار ورجل آتاه الله مالا فهو ينفعه في الحق (5) آناء الليل والنهار
tahqiqতাহকীক:তাহকীক চলমান