মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ২৩
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ। কোন মূল্যের বিনিময়ে কুরআন তিলাওয়াত করা এবং কোন মূল্যের বিনিময়ে কুরআন শিক্ষা দেয়া প্রসঙ্গ।
২৩। আবূ আব্দুর রহমান (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) এর সাহাবীদের মধ্যে যিনি আমাদেরকে কুরআন শিক্ষা দিয়েছেন তিনি'(১) বলেছেন, তারা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট দশটি আয়াত লেখার পর তার বিধান সম্পর্কিত জ্ঞান এবং প্রয়োজনানুযায়ী বাস্তবায়ন না করা পর্যন্ত পরবর্তী দশটি আয়াত শিখতেন না। বর্ণনাকারী বলেন এভাবেই আমরা জ্ঞান অর্জন করতাম এবং তদানুযায়ী আমল করতাম।
(হাকিম (রা) মুস্তাদরাক গ্রন্থে হাদীসখানা বর্ণনা করেছেন অন্যান্য গ্রন্থসূত্র।)
টিকা: ১। হাকিম (র.) এর বর্ণনা মতে, তিনি আব্দুল্লাহ ইবন মাসউদ (রা)।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ما جاء في قراءة القرآن بأجر أو تعليمه بأجر
عن أبي عبد الرحمن قال حدثنا من كان يقرئنا من أصحاب النبي صلى الله عليه وسلم (8) أنهم كانوا يقترئون من رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم عشر آيات فلا يأخذون في العشر الأخرى حتى يعلموا ما في هذه (9) من العلم والعمل قالوا فعلمنا العلم والعمل
tahqiqতাহকীক:তাহকীক চলমান