মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ২২
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ। কোন মূল্যের বিনিময়ে কুরআন তিলাওয়াত করা এবং কোন মূল্যের বিনিময়ে কুরআন শিক্ষা দেয়া প্রসঙ্গ।
২২। উবাদা ইবন সামিত (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কাজে ব্যস্ত থাকতেন। এ অবস্থায় কোন মুহাজির ব্যক্তি তাঁর নিকট আসলে তিনি তাকে আমাদের যে কোন ব্যক্তির নিকট হস্তান্তর করতেন, যে তাকে কুরআন শিক্ষা দিত। একবার রাসূলুল্লাহ (ﷺ) আমার নিকট একজনকে দিলেন, তিনি আমার সঙ্গে আমার বাড়ীতে আমার পরিবারের সদস্যদের মতই বসবাস করতেন, আমি তাতে কুরআন শিক্ষা দিলাম। অতঃপর তিনি তার পরিবারের নিকট ফিরে গেলেন, তারপর তিনি বললেন আমার জন্য তার কিছু করণীয় আছে, তাই তিনি আমার জন্য উপহার হিসেবে একটি ধনুক পাঠালেন যার মত উত্তম কাঠ ও সুনিপুন গঠন আমি অন্য কোন ধনুকে পাইনি- তখন আমি রাসূল (ﷺ) এর নিকট গেলাম এবং তাঁকে জিজ্ঞাসা করলাম, হে রাসূল! এ ব্যাপারে আপনার অভিমত কি? তিনি বললেন এটা তোমার দু' স্কন্ধের মাঝে একটি জ্বলন্ত কয়লা তুমি তাকে গলায় ঝুলিয়ে রাখবে অথবা বেঁধে রাখবে।
(আবু দাউদ, ইবন মাজাহ ও মুস্তাদরিক অন্যান্য গ্রন্থসূত্র।)
(আবু দাউদ, ইবন মাজাহ ও মুস্তাদরিক অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ما جاء في قراءة القرآن بأجر أو تعليمه بأجر
عن عبادة بن الصامت قال كان رسول الله صلى الله عليه وسلم يشغل (5) فإذا قدم رجل مهاجر على رسول الله صلى الله عليه وسلم دفعه إلى رجل منا يعلمه القرآن فدفع إلى رسول الله صلى الله عليه وسلم رجلا وكان معي في البيت أعشية عشاء أهل البيت فكنت أقرئه القرآن فانصرف انصرافة إلى أهله فرأى أن عليه حقا فأهدى إلي قوسا لم أر أجود منه عودا ولا احسن منه عطفا (6) فأتيت رسول الله صلى الله عليه وسلم فقلت ما ترى يا رسول الله فيها؟ قال جمرة بين كتفيك تقلدتها أو تعلقتها