মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ২
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: আল-কুরআনের ফযীলত ও তা আঁকড়ে ধরা প্রসঙ্গ
২। আল্লাহ ইবন আমর ইব্ন আ'স (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) একদা আমাদের কাছে বিদায় প্রার্থীর মত আসলেন, অতঃপর বললেন আমি মুহাম্মদ (ﷺ) উম্মী নবী। তিনি এটা তিনবার বললেন। তিনি (ﷺ) আরও বললেন, আমার পরে কোন নবী নেই। আমাকে (নিগূঢ়তত্ত্বপূর্ণ) বাণীর সূচনা ও সমাপ্তি (অর্থাৎ আল-কুরআন) এর অল্পকথায় ব্যাপক অর্থবোধক বাণী দান করা হয়েছে। আমি জাহান্নামের প্রহরীদের সংখ্যা (১) আরশ ও বহনকারীদের সংখ্যা (২) সম্পর্কে অবগত আছি। আমার কারণে (আমার উম্মতকে) ছাড় দেওয়া হয়েছে। আমাকে ও আমার উম্মতকে নিরাপত্তা দেয়া হয়েছে। সুতরাং আমি যতক্ষণ তোমাদের মাঝে আছি ততক্ষণ তোমরা আমার কথা শ্রবণ করো এবং আমার আনুগত্য করো, অতঃপর আমি প্রস্থান করলে তোমরা আল্লাহর কিতাব আঁকড়ে ধরবে- আর হালাল বিষয়সমূহকে হালাল মনে করবে এবং হারাম বিষয়সমূহ হারাম মনে করবে।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ما جاء في فضل القرآن والاعتصام به
عن عبد الله بن عمرو ابن العاص قال خرج علينا رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم يوما كالمودع فقال أنا محمد النبي الأمي قاله ثلاث مرات ولا نبي بعدي أوتيت فواتح الكلم وخواتمه (1) وجوامعه وعلمت كم خزنة النار (2) وحملة العرش وتجوز بي وعوفيت وعوفيت أمتي (3) فاسمعوا وأطيعوا مادمت فيكم فإذا ذهب بي فعليكم بكتاب الله أحلو حلاله وحرموا حرامه