মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং:
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
অধ্যায় : আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল

পরিচ্ছেদ: আল-কুরআনের ফযীলত ও তা আঁকড়ে ধরা প্রসঙ্গ
১। আলী (রা) হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, যে, আমার নিকট জিবরাঈল (আ) আসলেন এবং বললেন, হে মুহাম্মদ (ﷺ) তোমার উম্মত তোমার ইন্তিকালের পর মত পার্থক্যে/মতভেদে লিপ্ত হবে। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তখন আমি তাকে বললাম হে জিবরাঈল, এ মতভেদ থেকে বাঁচার উপায় কি? তিনি উত্তরে বলেন, আল্লাহর কিতাবকে মজবুতভাবে আকড়ে ধরা, এ কিতাবের মাধ্যমেই আল্লাহ তায়ালা প্রত্যেক অহংকারী বাক্তির দর্প চূর্ণ করেন। যে ব্যক্তি এ কিতাবকে আঁকড়ে ধরলো সে মুক্তি পেল আর যে তাকে পরিত্যাগ করলো সে ধ্বংস হলো। তিনি এ কথাটি দুবার বলেছেন। রাসূল (ﷺ) আরও বললেন, এটা সুস্পষ্ট কথা এটা পরিহাস নয়। রসনাসমূহ এর অনুরূপ কিছু রচনা করতে পারে না। এর বিস্ময়াবলী কখনও শেষ হবে না। এতে তোমাকে পূর্ববর্তীদের সম্পর্কিত তথ্য, তোমাদের জন্য সুস্পষ্ট বিধান এবং তোমাদের পরবর্তী সময়ে আগত ব্যাপারে খবরাদি রয়েছে।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله

باب ما جاء في فضل القرآن والاعتصام به
عن علي رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أتاني جبريل عليه السلام فقال يا محمد ان أمتك مختلفة بعدك قال فقلت له فأين المخرج يا جبريل؟ قال فقال كتاب الله (1) تعالى به يقصم (2) الله كل جبار من اعتصم به نجا (3) ومن تركه هلك مرتين (4) قول فصل وليس بالهزل (5) لا تختلقه الألسن (6) ولا تفنى أعاجيبه (7) فيه نبأ ما كان قبلكم (8) وفصل ما بينكم (9) وخبر ما هو كائن بعدكم
tahqiqতাহকীক:তাহকীক চলমান