মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ৩
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: আল-কুরআনের ফযীলত ও তা আঁকড়ে ধরা প্রসঙ্গ
৩। আবু হুরায়য়া (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, প্রত্যেক নবীকেই বিশেষ বিশেষ মু'জিজা দেয়া হয়েছিল যার ভিত্তিতে মানুষ ঈমান আনত। আর আমাকে দেয়া হয়েছে এমন অহী যা আল্লাহ নিজেই আমার ওপর নাজিল করেছেন, আমি আশা করি কিয়ামতের দিন আমার অনুসারী সর্বাপেক্ষা বেশি হবে।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ما جاء في فضل القرآن والاعتصام به
عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال ما من الأنبياء نبي إلا وقد أعطى من الآيات (5) ما مثله آمن عليه البشر وإنما كان الذي أوتيت وحيا أوحاه الله عز وجل إلى وأرجو أن أكون أكثرهم تابعا يوم القيامة