মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়

হাদীস নং: ৫৭
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
পরিচ্ছেদ: মুসাফাহা ও জড়িয়ে ধরা।
৫৭। আবূ দাউদ (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বারা ইবন 'আযিব (রা)-এর সঙ্গে সাক্ষাত করলে তিনি আমাকে সালাম দিলেন, আমার হাত ধরলেন এবং আমাকে দেখে হাসলেন। তিনি বললেন, তুমি কি জান আমি তোমার সঙ্গে কেন এরূপ করলাম? আমি বললাম, না, আমি জানি না। তবে আমি মনে করি আপনি কল্যাণকর হওয়ার কারণেই এরূপ করেছেন। তিনি বললেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) আমার সঙ্গে মিলিত হলে তিনি এরূপ করেছেন যেরূপ আমি তোমার সঙ্গে করলাম। এরপর তিনি আমাকে এ সম্বন্ধে জিজ্ঞাসা করলে আমি তাকে সেরূপ জবাব দিলাম যেরূপ জবাব তুমি আমাকে দিয়েছ। তিনি বললেন, যদি কোন দু'জন মুসলমান সাক্ষাতকালে একজন অপরজনকে সালাম দিয়ে মুসাফাহা করে- আর এটা একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে করে- তবে তারা একজন অপরজন হতে পৃথক হওয়ার পূর্বে তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়। (আবু দাউদ, তিরমিযী, ইবন মাজাহ (শুধু মারফু' অংশ)
كتاب السلام والاستئذان وآداب أخرى
باب ما جاء في المصافحة والالتزام
عن أبي داود قال لقيت البراء بن عازب فسلم عليّ وأخذ بيدي وضحك في وجهي وقال تدري لم فعلت هذا بك؟ قال قلت لا أدري ولكن لا أراك فعلته إلا لخير، قال إنه لقيني رسول الله صلى الله عليه وسلم ففعل بي مثل الذي فعلت بك، فسألني فقلت مثل الذي قلت لي، فقال ما من مسلمين (1) يلتقيان فيسلم أحدهما على صاحبه ويأخذ بيده لا يأخذه إلا لله عز وجل (2) لا يتفرقان حتى يغفر لهما
tahqiqতাহকীক:তাহকীক চলমান