মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
হাদীস নং: ৫৬
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
পরিচ্ছেদ: মুসাফাহা ও জড়িয়ে ধরা।
৫৬। আনাস ইবন মালিক (রা) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) এর থেকে বর্ণিত। তিনি বলেন, যে কোন দু'জন মুসলমান পরস্পর সাক্ষাতকালে একজন অপরজনের হাত ধরলে আল্লাহর ওপর তাদের দু'আ কবুল করা আবশ্যক হয়ে যায়। তাদের হাত পৃথক হওয়ার পূর্বেই তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়।
হাদীসটি হায়সামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ, বাযযায, আবূ ইয়া'লা বর্ণনা করেছেন। আহমাদের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।
হাদীসটি হায়সামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ, বাযযায, আবূ ইয়া'লা বর্ণনা করেছেন। আহমাদের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।
كتاب السلام والاستئذان وآداب أخرى
باب ما جاء في المصافحة والالتزام
عن أنس بن مالك عن رسول الله صلى الله عليه وسلم قال ما من مسلمين التقيا فأخذ أحدهما بيد صاحبه إلا كان حقًّا على الله أن يحضر دعاءهما (9) ولا يفرق بين أيديهما حتى يغفر لهما