মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
হাদীস নং: ৫৫
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
পরিচ্ছেদ: মুসাফাহা ও জড়িয়ে ধরা।
৫৫। বিশর ইবন মুফাযযাল (র) খালিদ ইবন যাকওয়ান (র) থেকে, তিনি আইয়ূব ইবন বাশীর (র) থেকে, তিনি অমুক আনাযী গোত্রের লোক থেকে, (অন্য শব্দে আনায গোত্রের জনৈক ব্যক্তি থেকে) বর্ণনা করেন যে, তিনি আবু যর (রা) এর সঙ্গে আসলেন। তিনি ফিরে গেলে লোকেরা তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তখন আমি বললাম, হে আবু যর। আমি আপনাকে রাসূলুল্লাহ (ﷺ) এর একটি নির্দেশ সম্বন্ধে জিজ্ঞাসা করব। তিনি বললেন, যদি এটা রাসূলুল্লাহ (ﷺ) এর কোন গোপনীয় বিষয় হয়, তবে আমি তা বর্ণনা করব না। আমি বললাম, সেটা গোপনীয় কিছু নয়। তা হল, যখন তিনি কোন লোকের সঙ্গে সাক্ষাত করতেন, তখন কি তিনি তার হাত ধরে মুসাফাহা (করমর্দন) করতেন? তিনি বললেন, অভিজ্ঞলোকের নিকটেই প্রশ্ন করেছ। তিনি যখনই আমার সঙ্গে মিলিত হয়েছেন তখনই তিনি আমার হাত ধরেছেন। (অন্য বর্ণনায় যখনই আমি তার সঙ্গে সাক্ষাত করেছি তখনই তিনি আমার সঙ্গে মুসাফাহা করেছেন।) তবে একবার এমন হয় নি। আর সেটা ছিল সর্বশেষ সাক্ষাত। তিনি আমার নিকট সংবাদ পাঠালে আমি তার নিকট আসলাম। (অন্য বর্ণনায় অতিরিক্ত আছে, সে সময় তিনি স্বীয় খাটে অবস্থান করছিলেন।) তখন তিনি অন্তিম রোগে আক্রান্ত ছিলেন। আমি তাকে শায়িত পেলাম। আমি তার দিকে ঝুঁকে পড়লাম। তিনি স্বীয় হাত উঁচু করে আমাকে জড়িয়ে ধরেন। (অন্য বর্ণনায় অতিরিক্ত আছে এটাই ছিল সর্বোৎকৃষ্ট সর্বোৎকৃষ্ট।) (আবু দাউদ)
মুনযিরী (র) বলেছেন, হাদীসটির সনদে একজন বর্ণনাকারী অজ্ঞাত।
মুনযিরী (র) বলেছেন, হাদীসটির সনদে একজন বর্ণনাকারী অজ্ঞাত।
كتاب السلام والاستئذان وآداب أخرى
باب ما جاء في المصافحة والالتزام
حدثنا بشر بن المفضل عن خالد بن ذَكوان حدثني أيوب بن بشير عن فلان العنزي ولم يقل الغبري (4) (وفي لفظ عن رجل من عنز) (5) أنه أقبل مع أبي ذر فلما رجع تقطع الناس عنه، فقلت يا أبا ذر إني سائلك عن بعض أمر رسول الله صلى الله عليه وسلم، قال إن كان سرًّا من أسرار رسول الله صلى الله عليه وسلم لم أحدثك، قلت ليس بسر ولكن كان إذا لقي الرجلَ يأخذ بيده يصافحه؟ قال على الخبير سقطت، لم يلقني قط إلا أخذ بيدي (وفي رواية ما لقيته قط إلا صافحني) غير مرة واحدة وكانت تلك آخرهن، أرسل إليّ فأتيته (زاد في رواية وهو على سرير له) في مرضه الذي توفي فيه فوجدته مضطجعًا فأكببت عليه فرفع يده فالتزمني (6) (زاد في رواية) فكانت أجود وأجود