মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
হাদীস নং: ৫৪
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
মুসাফাহা, জড়িয়ে ধরা, হাতে চুমু দেওয়া এবং আগন্তুকের জন্য দাঁড়ানো প্রসঙ্গ
পরিচ্ছেদ: মুসাফাহা ও জড়িয়ে ধরা।
পরিচ্ছেদ: মুসাফাহা ও জড়িয়ে ধরা।
৫৪। আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি বলল, ইয়া রাসূলাল্লাহ। আমাদের কেউ তার বন্ধুর সঙ্গে মিলিত হলে সে কি তার প্রতি মাথা নোয়াবে? বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বললেন, না। তিনি বললেন, তবে কি তাকে জড়িয়ে ধরবে এবং চুমু দিবে? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, না। তিনি বললেন, তবে কি তার সঙ্গে মুসাফাহা (করমর্দন) করবে? রাসুলুল্লাহ (ﷺ) বললেন, হ্যাঁ, যদি ইচ্ছা হয় করবে। (তিরমিযী, ইবন মাজাহ)
তিরমিযী (র) বলেছেন, হাদীসটি হাসান।
তিরমিযী (র) বলেছেন, হাদীসটি হাসান।
كتاب السلام والاستئذان وآداب أخرى
أبواب المصافحة والالتزام وتقبيل اليد والقيام للقادم
باب ما جاء في المصافحة والالتزام
باب ما جاء في المصافحة والالتزام
عن أنس بن مالك قال قال رجل يا رسول الله أحدنا يلقى صديقه أينحني له؟ (1) قال فقال رسول الله صلى الله عليه وسلم لا، قال فيلتزمه ويقبله؟ (2) قال لا، قال فيصافحه؟ قال نعم إن شاء