মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়

হাদীস নং: ৫৩
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
পরিচ্ছেন। অনুমতি তিনবার চাইবে, তারপর ও অনুমতি না হলে ফিরে যাবে।
৫৩। আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন রাসূলুল্লাহ (ﷺ) কোন কথা বলতেন তখন তা তিনবার পুনরাবৃত্তি করতেন। কোন সম্প্রদায়ের নিকট এসে সালাম দিলে তিনবার দিতেন। (বুখারী, তিরমিযী, হাকিম)
كتاب السلام والاستئذان وآداب أخرى
باب الاستئذان ثلاث مرار فإن لم يؤذن له فليرجع
عن أنس أن رسول الله صلى الله عليه وسلم كان إذا تكلم بكلمة رددها ثلاثا وإذا أتى قوما فسلم عليهم سلم عليهم ثلاثا
tahqiqতাহকীক:তাহকীক চলমান