মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
হাদীস নং: ৫০
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
পরিচ্ছেন। অনুমতি তিনবার চাইবে, তারপর ও অনুমতি না হলে ফিরে যাবে।
৫০। উবায়দ ইবন ওমায়র (র) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আবু মুসা আশ'আরী (রা) উমর (রা)-এর নিকট যাওয়ার জন্য তিনবার অনুমতি চাইলেন। কিন্তু তাকে অনুমতি দেওয়া হয়নি। এ জন্য তিনি ফিরে যান। তারপর উমর (রা) বললেন, সম্ভবত আমি এই মাত্র আবদুল্লাহ ইবন কায়সের আওয়াজ শুনছিলাম। লোকেরা বলল, হ্যাঁ। তিনি বললেন, তাকে খোঁজ কর। তারপর তাকে ডেকে আনা হলে তিনি বললেন, তুমি এরূপ কাজ (সালাম বলে ফিরে যাওয়া) কেন করলে? আবু মুসা (রা) বললেন, আমি তিনবার অনুমতি চেয়েছি। কিন্তু আমাকে অনুমতি দেওয়া হয়নি। এজন্য আমি ফিরে গেছি। আমাদেরকে (নবী (ﷺ) এর পক্ষ হতে) এ নির্দেশই দেওয়া হয়েছিল। উমর (রা) বললেন, তুমি এর সপক্ষে প্রমাণ পেশ করবে। তা না হলে তোমাকে শাস্তি দিব। বর্ণনাকারী বলেন, এরপর তিনি মসজিদে অথবা আনসারীদের এক মজলিসে উপস্থিত হলেন। লোকেরা বলল, আমাদের সর্বকনিষ্ট ব্যক্তি তোমার জন্য সাক্ষ্য দেবে। এরপর আবূ সা'ঈদ খুদরী (রা) উঠে দাঁড়ান এবং তার সপক্ষে সাক্ষ্য দেন। তখন উমর (রা) বললেন, রাসূলুল্লাহ (ﷺ) এর এই নির্দেশ আমাদের নিকট গোপন ছিল। বাজারে বেচা-কেনা আমাকে এটা শ্রবণ করা হতে বিরত রেখেছে। (মুসলিম, আবু দাউদ, ইবন মাজাহ)
كتاب السلام والاستئذان وآداب أخرى
باب الاستئذان ثلاث مرار فإن لم يؤذن له فليرجع
عن عبيد بن عميرأن أبا موسى الأشعري رضي الله عنه أستأذن على عمر رضي الله عنه ثلاث مرات فلم يؤذن له، فرجع، فقال ألم أسمع صوت عبد الله بن قيس (6) آنفا؟ قالوا بلى، قال فاطلبوه فدعى فقال ما حملك على ما صنعت؟ قال استأذنت ثلاثا فلم يؤذن لي فرجعت: كنا نؤمر بهذا، فقال لتأتين عليه بالبينة أو لأفعلن، قال فأني مسجدا أو مجلسا للأنصار فقالوا لا يشهد لك إلا أصغرنا: فقام أبو سعيد الخدري فشهد له: فقال عمر رضي الله تعالى عنه خفى هذا علي من أمر رسول الله صلى الله عليه وسلم ألهاني عنه الصفق (7) بالأسواق