মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
হাদীস নং: ৫১
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
পরিচ্ছেন। অনুমতি তিনবার চাইবে, তারপর ও অনুমতি না হলে ফিরে যাবে।
৫১। সাবিত বুনানী (র) সূত্রে আনাস (রা) বা অন্য কারো থেকে বর্ণিত যে, একদা রাসূলুল্লাহ (ﷺ) সা'দ ইবন ওবাসা (রা)-এর নিকট যাওয়ার জন্য অনুমতি চেয়ে বললেন السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ তখন সা'দ (রা) বললেন, وَعَلَيْكَ السَّلَامُ وَرَحْمَةُ اللهِ কিন্তু তিনি নবী (ﷺ) কে শুনান নি। এভাবে নবী (ﷺ) তিনবার সালাম দিলেন এবং সা'দ (রা)ও তিনবার তার জবাব দিলেন; তবে তাকে শুনিয়ে দেন নি। তারপর নবী (ﷺ) ফিরে গেলেন। তখন সা'দ (রা) তাঁর পিছনে দৌড়ালেন। তিনি বললেন, ইয়া রাসুলাল্লাহ! আমার পিতা-মাতা আপনার ওপর কুবরান হোক। আপনি যখনই সালাম দিয়েছেন তখন তা আমার কানে পৌছেছে এবং আমি এ জবাবও দিয়েছি; তবে তা আপনাকে শুনিয়ে দেই নি। আমি আপনার সালাম ও বরকতের কথা বেশি বেশি শুনতে চেয়েছিলাম। এরপর তিনি তাঁকে ঘরের ভিতরে নিয়ে যান তার সামনে কিশমিশ পেশ করেন। নবী (ﷺ) তা খেলেন। খাওয়া শেষে তিনি বললেন,
أَكَلَ طَعَامَكُمُ الْأَبْرَارُ، وَصَلَّتْ عَلَيْكُمُ الْمَلَائِكَةُ وَأَفْطَرَ عِنْدَكُمُ الصَّائِمُونَ (সৎ লোকেরা তোমাদের আহার্য গ্রহণ করুক, ফেরেশতাগণ তোমার জন্য দু'আ করুক এবং সাওম পালনকারীরা তোমার নিকট ইফতার করুক।) (আবূ দাউদ, নাসাঈ)
হাদীসটির সনদ সহীহ। আবু দাউদ (র) ও মুনযিরী (র) এ সম্বন্ধে কোন মন্তব্য করেন নি।
أَكَلَ طَعَامَكُمُ الْأَبْرَارُ، وَصَلَّتْ عَلَيْكُمُ الْمَلَائِكَةُ وَأَفْطَرَ عِنْدَكُمُ الصَّائِمُونَ (সৎ লোকেরা তোমাদের আহার্য গ্রহণ করুক, ফেরেশতাগণ তোমার জন্য দু'আ করুক এবং সাওম পালনকারীরা তোমার নিকট ইফতার করুক।) (আবূ দাউদ, নাসাঈ)
হাদীসটির সনদ সহীহ। আবু দাউদ (র) ও মুনযিরী (র) এ সম্বন্ধে কোন মন্তব্য করেন নি।
كتاب السلام والاستئذان وآداب أخرى
باب الاستئذان ثلاث مرار فإن لم يؤذن له فليرجع
عن ثابت البناني عن أنس أو غيره أن رسول الله صلى الله عليه وسلم استأذن على سعد بن عبادة رضي الله عنه فقال السلام عليكم ورحمة الله: فقال سعد وعليك السلام ورحمة الله: ولم يسمع النبي صلى الله عليه وسلم حتى سلم ثلاثا ورد عليه سعد ثلاثا ولم يسمعه، فرجع النبي صلى الله عليه وسلم (1) وأتبعه سعد فقال يا رسول الله بأبي أنت وأمي (3) ما سلمت تسليمة إلا هي بأذني (3) ولقد رددت عليك ولم أسمعك أحببت أن أستكثر من سلامك ومن البركة (4) ثم أدخله البيت فقرب له زبيبا فأكل نبي الله صلى الله عليه وسلم فلما فرغ قال أكل طعامكم الأبرار (5) وصلت عليكم الملائكة وأفطر عندكم الصائمون