মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়

হাদীস নং: ৪৯
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
পরিচ্ছেন। অনুমতি তিনবার চাইবে, তারপর ও অনুমতি না হলে ফিরে যাবে।
৪৯। আবু সা'ঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি আনসারীদের এক মজলিসে বসা ছিলাম। তখন আবু মুসা (রা) ভীত-সন্ত্রস্ত অবস্থায় আমার নিকট উপস্থিত হলেন। তিনি বললেন, উমর (রা) আমাকে তার নিকট যাওয়ার জন্য নির্দেশ দেন। তারপর আমি তার নিকট গেলাম। আমি তিনবার অনুমতি চাইলাম। কিন্তু আমাকে অনুমতি দেওয়া হয় নি। তারপর আমি ফিরে গেলাম। রাসূলুল্লাহ (ﷺ) এটা বলেছেন যে, যে ব্যক্তি তিনবার অনুমতি চায় আর তাকে অনুমতি দেওয়া না হয়, সে ফিরে যাবে। তারপর উমর (রা) বললেন, তোমার এ বক্তব্যের সপক্ষে প্রমাণ পেশ কর, তা না হলে তোমাকে বেত্রাঘাত করব। বর্ণনাকারী আবু সা'ঈদ (রা) বলেন, এ জন্য আবু মুসা ভীত-সন্ত্রস্ত অবস্থায় আমাদের নিকট এসে বলল, আমি তোমাদেরকে সাক্ষী বানাব? সে সময় উবাই ইবন কা'ব (রা) বললেন, উপস্থিত লোকদের মধ্যে সর্বকনিষ্ট ব্যক্তি তোমার সঙ্গে যাবে। আবু সা'ঈদ (রা) বলেন, আমিই তাদের মধ্যে কনিষ্ট ছিলাম। সুতরাং আমি তার সঙ্গে গেলাম এবং সাক্ষ্য দিলাম যে, নিশ্চয়ই রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি তিনবার অনুমতি প্রার্থনা করে আর তাকে অনুমতি না দেওয়া হয়, সে ফিরে যাবে। (বুখারী, মুসলিম, আবু দাউদ)
كتاب السلام والاستئذان وآداب أخرى
باب الاستئذان ثلاث مرار فإن لم يؤذن له فليرجع
عن أبي سعيد الخدري قال كنت في حلقة من حلق الأنصار فجاءنا أبو موسى كأنه مذعورا (7) فقال إن عمر أمرني أن آتيته فأتيته فاستأذنت ثلاثا فلم يؤذن لي، فرجعت وقد قال ذلك رسول الله صلى الله عليه وسلم من استأذن ثلاثا فلم يؤذن له فليرجع (1) فقال لتجيئن ببينة على الذي تقول وإلا أوجعتك (2) قال أبو سعيد فأتانا أبو موسى مذعورا أو قال فزعا فقال استشهدكم، فقال أبي بن كعب رضي الله عنه لا يقوم معك إلا أصغر القوم (3) قال أبو سعيد وكنت أصغرهم فقمت معه وشهدت أن رسول الله صلى الله عليه وسلم قال من استأذن ثلاثا فلم يؤذن له فليرجع
tahqiqতাহকীক:তাহকীক চলমান