মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়

হাদীস নং: ৪৬
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
পরিচ্ছেদ: অনুমতি চাওয়ার নিয়ম, এর শব্দাবলী ও এর পূর্বে সালাম দেওয়া।
৪৬। যায়দ ইবন আসলাম (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার পিতা আমাকে ইবন উমর (রা)- এর নিকট ডেকে পাঠান। আমি এসে বললাম, আমি কি আসতে পারি? তিনি আওয়াজ চিনে ফেলেন। তিনি বললেন, হে বৎস। যখন কোন সম্প্রদায়ের নিকট যাবে তখন اَلسَّلَامُ عَلَيْكُمْ বলবে। তারপর তারা জবাব দিলে বলবে আমি কি আসতে পারি? বর্ণনাকারী বলেন, তারপর তিনি তার ছেলেকে দেখেন সে তার ইযার (টাখনুর নীচে) ঝুলিয়ে আসছে। তিনি বললেন, তুমি তোমার ইযার উঁচু কর। কেননা, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, যে ব্যক্তি অহংকারবশত স্বীয় কাপড় (টাখনুর নীচে) ঝুলিয়ে রাখে আল্লাহ তার দিকে (অনুগ্রহের দৃষ্টিতে) তাকাবেন না। (বুখারী, মুসলিম, মালিক, তিরমিযী (শুধু মারফু' অংশ) হাদীসটি সহীহ)
كتاب السلام والاستئذان وآداب أخرى
باب ما جاء في كيفية الاستئذان ولفظه والسلام قبله
عن زيد ابن أسلم قال أرسلني أبي إلى ابن عمر رضي الله عنهما فقلت أأدخل؟ فعرف صوتي فقال أي نبي إذا أتيت إلي قوم فقل السلام عليكم، فإن ردوا عليك فقل أأدخل؟ قال ثم رأى ابنه واقدا بحر إزاره فقال ارفع ازارك فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من جر ثوبه من الخيلاء لم ينظر الله إليه
tahqiqতাহকীক:তাহকীক চলমান