মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
হাদীস নং: ৪৫
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
পরিচ্ছেদ: অনুমতি চাওয়ার নিয়ম, এর শব্দাবলী ও এর পূর্বে সালাম দেওয়া।
৪৫। আমর ইবন আবদিল্লাহ ইবন সাফওয়ান (র) থেকে বর্ণিত। তিনি বলেন যে, কালাদা ইবন হাম্বল (র) তাকে জানিয়েছেন যে, সাফওয়ান ইবন উমাইয়া (রা) তাকে মক্কা বিজয়কালে কিছু দুধ, ছয়মাস বয়সী হরিণ এবং ছোট শাবক দিয়ে (নবী (ﷺ) এর নিকট) পাঠান। সে সময় নবী (ﷺ) উপত্যকাদর উঁচুভূমিতে অবস্থান করছিলেন। তিনি বলেন, আমি তার নিকট গেলাম। কিন্তু তাকে সালাম দেইনি এবং অনুমতিও চাই নি। তখন নবী (ﷺ) বললেন, ফিরে যাও। এরপর বল, السَّلَامُ عَلَيْكُمْ ، أَدْخُلُ؟ (আপনার ওপর শান্তি বর্ষিত হোক, আমি কি ভিতরে আসতে পারি?) এ ঘটনা সাফওয়ানের ইসলাম গ্রহণের পর ঘটেছিল। (বর্ণনাকারী বলেন,) আমর (র) বলেছেন, আামাকে উমাইয়া ইবন সাফওয়ান (রা) এ সংবাদ দিয়েছেন। আর তিনি বলেন নি যে, আমি কালাদা (র) হতে শুনেছি। বর্ণনাকারী যাহহাক (র) ও ইবনুল হারিস (র) বলেছেন, এ ঘটনা তার ইসলাম গ্রহণের পর ঘটেছে। যাহহাক ও আবদুল্লাহ ইবন হারিস (র) বলেছেন, দুধ ও হরিণ শাবক দিয়ে পাঠান। (আবু দাউদ, নাসাঈ, তিরমিযী) তিরমিযী (র) বলেছেন হাদীসটি গারীব।
كتاب السلام والاستئذان وآداب أخرى
باب ما جاء في كيفية الاستئذان ولفظه والسلام قبله
عن عمرو بن عبد الله بن صفوان أن كلدة (4) بن الحنبل أخبره أن صفوان بن أمية (5) رضي الله عنه بعثه في الفتح (6) بلبن وجداية (7) وضغا بيس (8) والنبي صلى الله عليه وسلم بأعلى الوادي (9) قال فدخلت عليه ولم أسلم ولم أستأذن، فقال النبي صلى الله عليه وسلم ارجع فقل السلام عليكم أدخل: بعد ما أسلم صفوان، قال عمرو (10) أخبرني هذا الخبر أمية بن صفوان ولم يقل سمعته من كلدة (11) قال الضحاك وابن الحارث (1) وذلك بعد ما أسلم، وقال الضحاك وعبد الله بن الحارث بلبن وجداية