মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
হাদীস নং: ৪৪
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
পরিচ্ছেদ: গৃহকর্তার অনুমতি ব্যতীত ঘরে প্রবেশ করা এবং স্বামীর অনুমতি ব্যতীত মহিলাদের নিকট যাওয়া নিষেধ।
৪৪। আবু সালিহ (র) থেকে বর্ণিত। তিনি বলেন, 'আমর ইবনুল 'আস (রা) ফাতিমা (রা)-এর নিকট যাওয়ার জন্য) অনুমতি চাইলে তিনি তাকে অনুমতি দিলেন। তারপর তিনি বললেন, সেখানে কি 'আলী (রা) আছেন? লোকেরা বলল, না। বর্ণনাকারী বলেন, তখন তিনি ফিরে এলেন। তারপর আবার তিনি অনুমতি চাইলেন এবং বললেন, সেখানে কি 'আলী (রা) আছেন? লোকেরা বলল, হ্যাঁ। তখন তিনি ফাতিমা (রা)-এর নিকট গেলেন। তারপর 'আলী (রা) তাকে জিজ্ঞাসা করলেন, যখন আপনি আমাকে এখানে পান নি তখন কেন আসেন নি? তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে স্বামী বিচ্ছিন্ন বা যাদের স্বামী অনুপস্থিত নারীদের নিকট যেতে নিষেধ করেছেন।
হায়সামী (র) হাদীসটিকে বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।
হায়সামী (র) হাদীসটিকে বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।
كتاب السلام والاستئذان وآداب أخرى
باب النهي عن دخول منزل إلا بإذن صاحبه: وعن الدخول على النساء إلا بإذن أزواجهن
عن أبي صالح قال استأذن عمرو بن العاص على فاطمة فأذنت له، فقال ثم (1) علي؟ قالوا لا، قال فرجع، ثم استأذن عليها مرة أخرى، فقال ثم علي؟ قالوا نعم، فدخل عليها، فقال له علي ما منعك أن تدخل حين لم تجدني هاهنا؟ قال إن رسول الله صلى الله عليه وسلم نهانا أن ندخل على المغيبات