মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়

হাদীস নং: ৪৩
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
পরিচ্ছেদ: গৃহকর্তার অনুমতি ব্যতীত ঘরে প্রবেশ করা এবং স্বামীর অনুমতি ব্যতীত মহিলাদের নিকট যাওয়া নিষেধ।
৪৩। যাকওয়ান আবু সালিহ (র) 'আমর ইবনল 'আস (রা)-এর আযাদকৃত দাস সূত্রে বর্ণনা করেন যে, 'আমর ইবনল 'আস (রা) তাকে আলী (রা)-এর নিকট পাঠান, যেন সে তার স্ত্রী আসমা বিনত 'উমায়স (রা)-এর কাছে যাওয়ার জন্য অনুমতি চায়। তিনি তাকে অনুমতি দিলে তারা উভয়ে এক প্রয়োজনীয় বিষয়ে কথা বললেন। তারপর তিনি ('আমর ইবনুল 'আস) বের হলে আযাদকৃত দাস তাকে এ বিষয়ে (আলী (রা) হতে অনুমতি নিয়ে স্ত্রী আসমা (রা)-এর নিকট যাওয়া প্রসঙ্গে) জিজ্ঞাসা করল। তখন 'আমর (রা) বললেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে স্বামীর অনুমতি ব্যতীত স্ত্রীদের নিকট যেতে নিষেধ করেছেন।
হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর সনদ সহীহ এবং বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।
كتاب السلام والاستئذان وآداب أخرى
باب النهي عن دخول منزل إلا بإذن صاحبه: وعن الدخول على النساء إلا بإذن أزواجهن
عن ذكوان أبي صالح يحدث عن مولى 43 لعمرو بن العاص أن عمرو بن العاص أرسله إلى علي يستأذنه على امرأته أسماء بنت عميس فأذن له فتكلما في حاجة، فلما خرج سأله المولى عن ذلك فقال عمرو نهانا رسول الله صلى الله عليه وسلم أن نستأذن على النساء إلا بإذن أزواجهن
tahqiqতাহকীক:তাহকীক চলমান