মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
হাদীস নং: ৪২
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
পরিচ্ছেদ: গৃহকর্তার অনুমতি ব্যতীত ঘরে প্রবেশ করা এবং স্বামীর অনুমতি ব্যতীত মহিলাদের নিকট যাওয়া নিষেধ।
৪২। উবাদা ইবন সামিত (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বাড়ী হল হারাম, সুতরাং যে ব্যক্তি তোমার হারামে বিনা অনুমতিতে প্রবেশ করে তাকে তুমি হত্যা কর।
(তবারানী) হাদীসটির সূত্রে বর্ণনাকারী মুহাম্মাদ ইবন কাসীর কাস্সাব-কে ইবনুল মাদীনী (র) ও দারা কুতনী (র) দুর্বল বলেছেন।
(তবারানী) হাদীসটির সূত্রে বর্ণনাকারী মুহাম্মাদ ইবন কাসীর কাস্সাব-কে ইবনুল মাদীনী (র) ও দারা কুতনী (র) দুর্বল বলেছেন।
كتاب السلام والاستئذان وآداب أخرى
باب النهي عن دخول منزل إلا بإذن صاحبه: وعن الدخول على النساء إلا بإذن أزواجهن
عن عبادة بن الصامت أن رسول الله صلى الله عليه وسلم قال الدار حرم، فمن دخل عليك حرمك فاقتله