মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়

হাদীস নং: ৪৭
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
পরিচ্ছেদ: অনুমতি চাওয়ার নিয়ম, এর শব্দাবলী ও এর পূর্বে সালাম দেওয়া।
৪৭। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা উমর (রা) নবী (ﷺ) ঘর এর নিকট উপস্থিত হলেন। সে সময় তিনি স্বীয় হুজরায় অবস্থান করছিলেন। উমর (রা) বললেন, السَّلَامُ عَلَيْكَ يَا رَسُولَ اللهِ (ইয়া রাসুলাল্লাহ! আপনার ওপর শান্তি বর্ষিত হোক।) أَيَدْخُلُ عُمَرُ؟ ওমর কি আসতে পারে?
হাদীসটি হায়সামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।
كتاب السلام والاستئذان وآداب أخرى
باب ما جاء في كيفية الاستئذان ولفظه والسلام قبله
عن ابن عباس قال جاء عمر رضي الله عنه إلى النبي صلى الله عليه وسلم وهو في مشربة (4) فقال السلام 47 عليك يا رسول الله، السلام عليك أيدخل عمر؟
tahqiqতাহকীক:তাহকীক চলমান