মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
হাদীস নং: ৩৯
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
পরিচ্ছেদ: পর্দা খোলা ও অনুমতি প্রাপ্তির পূর্বে ভিতরে দৃষ্টি দেওয়া নিষিদ্ধ এবং এর প্রতি কঠোরবাণী।
৩৯। সাহল ইবন সা'দ সা'ঈদী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) তার হুজরার আড়াল হতে উঁকি মেরে তাকাল। সে সময় রাসূলুল্লাহ (ﷺ) এর হাতে একটি চিরুনী ছিল। (অন্য বর্ণনায়ঃ) তিনি এটা দিয়ে স্বীয় মাথা চুলকাতেন।) তিনি বললেন, যদি জানতাম যে, সে আমার দিকে তাকাচ্ছে আর আমি তার নিকট আসা পর্যন্ত সে এ অবস্থায়ই আছে, তবে অবশ্যই আমি চিরুনি দ্বারা তার চোখদ্বয় আঘাত করতাম। অনুমতি চাওয়ার বিধান কেবল চোখের কারণেই দেওয়া হয়েছে। (বুখারী, মুসলিম, তিরমিযী)
كتاب السلام والاستئذان وآداب أخرى
باب النهي عن كشف الستر أو النظر منه قبل الإذن ووعيد فاعله
عن سهل بن سعد الساعدي أن رجلا أطلع على النبي صلى الله عليه وسلم من ستر حجرته وفي يد النبي صلى الله عليه وسلم مدرى (8) (وفي رواية يحك بها رأسه) (9) فقال لو أعلم أن هذا ينظرني حتى آتيه (10) لطعنت بالمدرى في عيليه: وهل جعل الاستئذان إلا من أجل البصر