মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়

হাদীস নং: ৩৮
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
পরিচ্ছেদ: পর্দা খোলা ও অনুমতি প্রাপ্তির পূর্বে ভিতরে দৃষ্টি দেওয়া নিষিদ্ধ এবং এর প্রতি কঠোরবাণী।
৩৮। আবু যর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি অনুমতি প্রাপ্তির পূর্বে কারো পর্দা খুলে ভিতরে দৃষ্টি রাখে, সে একটা অন্যায় কাজ করল। এটা করা তার জন্য হালাল হবে না। যদি কোন ব্যক্তি তার চোখ ফুড়িয়ে দেয় তবে এতে কোন দণ্ড আসবে না। যদি কোন ব্যক্তি পর্দাবিহীন দরজার পাশ গিয়ে গমন করে এবং ভিতরে কোন লোকের গুপ্তাংগ দেখে ফেলে তবে এটা দোষনীয় হবে না। দোষ হবে বাড়ীর লোকদের। (তিরমিযী)
তিনি বলেছেন, হাদীসটি গারীব। এর সনদে বর্ণনাকারী ইবন লাহী'আ সমালোচিত।
كتاب السلام والاستئذان وآداب أخرى
باب النهي عن كشف الستر أو النظر منه قبل الإذن ووعيد فاعله
عن أبي ذر قال قال رسول الله صلى الله عليه وسلم أيما رجل كشف سترا فأدخل بصره من قبل أن يؤذن له فقد أتى حدا (2) لا يحل له أن يأتيه، ولو أن رجلا فقأ عينه لهدرت (3) ولو أن رجلا مر على باب لا ستر له فرأى عورة أهله (4) فلا خطيئة عليه (5) إنما الخطيئة 39 على أهل البيت
tahqiqতাহকীক:তাহকীক চলমান