মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
হাদীস নং: ৩৭
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
পরিচ্ছেদ: অনুমতি চাওয়ার আদব।
৩৭। মুহাম্মাদ ইবন মুকতাদির (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি জাবির ইবন আবদিল্লাহ (রা)- কে বলতে শুনেছি, একদা আমি নবী (ﷺ) এর নিকট অনুমতি চাইলে তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কে? আমি বললাম, আমি। তখন নবী (ﷺ) বললেন, আমি! আমি। যেন তিনি আমি বলাকে অপছন্দ করলেন। (বুখারী, মুসলিম ও ইমাম চতুষ্টয়)
كتاب السلام والاستئذان وآداب أخرى
باب آداب الاستئذان
عن محمد بن المنكدر قال سمعت جابر بن عبد 37 الله رضي الله عنهما قال استأذنت على النبي صلى الله عليه وسلم (7) فقال من ذا (8) فقلت أنا، فقال النبي صلى الله عليه وسلم أنا أنا (9) قال محمد كأنه كره قوله أنا