মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
হাদীস নং: ৩৬
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
অনুমতি চাওয়া এবং তার আদব প্রসঙ্গ
পরিচ্ছেদ: অনুমতি চাওয়ার আদব।
পরিচ্ছেদ: অনুমতি চাওয়ার আদব।
৩৬। রাসূলুল্লাহ (ﷺ) এর সাহাবী আবদুল্লাহ ইবন বুসর মাযিনী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কারো বাড়ী গেলে তার দেওয়ালের পাশে দাঁড়াতেন, দরজার মুখোমুখি দাঁড়াতেন না।
(দ্বিতীয় সূত্রে তার থেকে বর্ণিত।) তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কারো দরজায় (প্রবেশের) অনুমতি নেওয়ার উদ্দেশ্যে দাঁড়ালে তার মুখোমুখি দাঁড়াতেন না। বর্ণনাকারী বলেন, তিনি দরজার পাশ দিয়ে হাটতে হাটতে অনুমতি চাইতেন। এরপর অনুমতি দিলে প্রবেশ করতেন; তা না হলে ফিরে যেতেন। আবূ দাউদ। মুনযিরী (র) বলেছেন, হাদীসটির বর্ণনাকারী বাকিয়্যা ইবনুল ওয়ালীদ বিতর্কিত।
(দ্বিতীয় সূত্রে তার থেকে বর্ণিত।) তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কারো দরজায় (প্রবেশের) অনুমতি নেওয়ার উদ্দেশ্যে দাঁড়ালে তার মুখোমুখি দাঁড়াতেন না। বর্ণনাকারী বলেন, তিনি দরজার পাশ দিয়ে হাটতে হাটতে অনুমতি চাইতেন। এরপর অনুমতি দিলে প্রবেশ করতেন; তা না হলে ফিরে যেতেন। আবূ দাউদ। মুনযিরী (র) বলেছেন, হাদীসটির বর্ণনাকারী বাকিয়্যা ইবনুল ওয়ালীদ বিতর্কিত।
كتاب السلام والاستئذان وآداب أخرى
أبواب الاستئذان وكيفيته وآدابه
باب آداب الاستئذان
باب آداب الاستئذان
عن عبد الله بن بسر المازني صاحب رسول الله صلى الله عليه وسلم 36 قال كان رسول الله صلى الله عليه وسلم إذا أتى بيت قوم أتاه مما يلي جداره ولا يأتيه مستقبلا بابه
وعنه من طريق ثان قال كان رسول الله صلى الله عليه وسلم إذا جاء الباب يستأذن لم يستقبله يقول يمشى مع الحائط حتى يستأذن فيؤذن له أو ينصرف
وعنه من طريق ثان قال كان رسول الله صلى الله عليه وسلم إذا جاء الباب يستأذن لم يستقبله يقول يمشى مع الحائط حتى يستأذن فيؤذن له أو ينصرف