মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়

হাদীস নং: ৪০
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
পরিচ্ছেদ: পর্দা খোলা ও অনুমতি প্রাপ্তির পূর্বে ভিতরে দৃষ্টি দেওয়া নিষিদ্ধ এবং এর প্রতি কঠোরবাণী।
৪০। আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, (ﷺ) রাসূলুল্লাহ মার বলেছেন, যে ব্যক্তি কারো ঘরের ভিতর তার অনুমতি ব্যতীত উঁকি দিবে তবে তার চোখ ফুঁড়ে দেওয়া সে লোকের জন্য বৈধ হবে। (মুসলিম ও অন্যান্য)
كتاب السلام والاستئذان وآداب أخرى
باب النهي عن كشف الستر أو النظر منه قبل الإذن ووعيد فاعله
عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم من اطلع على قوم في بيتهم بغير إذنهم فقد حل لهم أن يفقئوا عينه
tahqiqতাহকীক:তাহকীক চলমান