মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়

হাদীস নং: ২২
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
পরিচ্ছেদ: শিশু ও মহিলাদেরকে সালাম দেওয়া।
২২। আনাস (রা) থেকে বর্ণিত। তিমি বলেন, একদা নবী (ﷺ) একদল বালকের নিকট আসলেন। সে সময় তারা খেলাধুলা করছিল। তিনি তাদেরকে সালাম দিলেন। (ইবন মাজাহ, নাসাঈ) আবু দাউদ (র) ও মুনযিরী (র) হাদীসটি সম্বন্ধে কোন মন্তব্য করেন নি।
كتاب السلام والاستئذان وآداب أخرى
باب السلام على الصبيان والنساء
عن أنس أن النبي صلى الله عليه وسلم أتى على صبيان وهم يلعبون فسلم عليهم
tahqiqতাহকীক:তাহকীক চলমান