মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়

হাদীস নং: ২১
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
পরিচ্ছেদ: শিশু ও মহিলাদেরকে সালাম দেওয়া।
২১। মুহাম্মদ ইবন জা'ফর (র) শু'বা (র) থেকে, তিনি ইয়াসার (র) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, একদা আমি সাবিত বুনানী (র)-এর সঙ্গে পদব্রজে চলছিলাম। তিনি একদল বালকের পাশ দিয়ে যাওয়ার সময় তাদেরকে সালাম করলেন এবং তিনি হাদীস বর্ণনা করলেন যে, একদা তিনি হযরত আনাস (রা)-এর সঙ্গে পদব্রজে চলছিলেন। তখন তিনি একদল বালকের পাশ দিয়ে গনমকালে তাদেরকে সালাম দেন এবং আনাস (রা) হাদীস বর্ণনা করলেন যে, একদা তিনি রাসুলুল্লাহ (ﷺ) এর সঙ্গে পদব্রজে চলছিলেন, রাসূলুল্লাহ (ﷺ) একদল বালকের পাশ দিয়ে গমনকালে তিনি তাদেরকে সালাম দেন। (বুখারী, মুসলিম, তিরমিযী, নাসাঈ, দারিমী)
كتاب السلام والاستئذان وآداب أخرى
باب السلام على الصبيان والنساء
حدثنا محمد بن جعفرعن شعبة عن يسار قال كنت أمشي مع ثابت البناني فمر بصبيان فسلم عليهم، وحدث أنه كان يمشي مع أنس رضي الله عنه فمر بصبيان فسلم عليهم، وحدث أنس أنه كان يمشي مع رسول الله صلى الله عليه وسلم فمر بصبيان فسلم عليهم
tahqiqতাহকীক:তাহকীক চলমান