মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়

হাদীস নং: ২৩
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
পরিচ্ছেদ: শিশু ও মহিলাদেরকে সালাম দেওয়া।
২৩। তারই সূত্রে বর্ণিত। তিনি বলেন, একদা নবী (ﷺ) আমাদের পাশ দিয়ে গমন করলেন। আমরা তখন খেলাধুলা করছিলাম। তিনি বললেন, اَلسَّلَامُ عَلَيْكُمْ يَا صِبْيَان (হে বালকেরা! তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক।)
(আবু দাউদ, ইবন মাজাহ) আবূ দাউদ (র) ও মুনযিরী (র) হাদীসটি সম্বন্ধে কোন মন্তব্য করেন নি।
كتاب السلام والاستئذان وآداب أخرى
باب السلام على الصبيان والنساء
وعنه أيضًا قال مر علينا النبي صلى الله عليه وسلم ونحن نلعب فقال السلام عليكم يا صبيان
tahqiqতাহকীক:তাহকীক চলমান