মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
হাদীস নং: ৯
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
পরিচ্ছেদ: ব্যাপকভাবে সালাম প্রচলন মুস্তাহাব এবং শুধু পরিচিত লোকদেরকে সালাম দেওয়া মাকরূহ।
৯। ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নিশ্চয়ই কিয়ামতের একটি নিদর্শন হল, এক ব্যক্তি অপর ব্যক্তিকে শুধু একারণে সালাম দিবে যে, সে তার পরিচিত মানুষ।
(তবারানী) এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।
হাদীসটি হায়সামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ ও বাযযায বর্ণনা করেছেন।
(তবারানী) এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।
হাদীসটি হায়সামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ ও বাযযায বর্ণনা করেছেন।
كتاب السلام والاستئذان وآداب أخرى
باب في استحباب تعميم السلام وكراهة تخصيصه بمن يعرف
عن ابن مسعود قال قال رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم أن من اشتراط الساعة أن يسلم الرجل على الرجل لا يسلم عليه إلى للمعرفة.