মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
হাদীস নং: ৫
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
পরিচ্ছেদ: সালাম দেওয়ার প্রতি উৎসাহ দান, সালামের মর্যাদা ও তা ছেড়ে দেওয়ার নিন্দা।
৫। যুবায়র ইবন 'আওয়াম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, তোমাদের মধ্যে পূর্ববর্তী উম্মতের ব্যাধি অনুপ্রবেশ করেছে। অর্থাৎ হিংসা, শত্রুতা। এগুলো মুন্ডনকারী অর্থাৎ দীন মুন্ডন তথা ধ্বংসকারী। চুল মুন্ডনকারী নয়। যে সত্তার হাতে মুহাম্মদের আত্মা তার শপথ। তোমরা ঈমানদার হবে না; যাবত না তোমরা একে অপরকে ভালবাসবে। আমি কি তোমাদেরকে এমন জিনিস সম্বন্ধে জানাব না, যা পালন করলে তোমরা একে অপরকে ভালবাসবে? তোমরা পরস্পরে সালাম প্রচলন কর।
দ্বিতীয় সূত্রে তার থেকে বর্ণিত। তোমরা জান্নাতে যেতে পারবে না; যাবত না তোমরা ঈমানদার হবে। আর তোমরা ঈমানদার হতে পারবে না; যাবত না তোমরা একে অপরকে ভালবাসবে।
হাদীসটি হাফিয সুয়ূতী (র) জামিস' সাগীর গ্রন্থে বর্ণনা করে বলেছেন যে, এটা আহমাদ ও তিরমিযী বর্ণনা করেছেন। এবং তিনি এটাকে সহীহ বলেছেন।
দ্বিতীয় সূত্রে তার থেকে বর্ণিত। তোমরা জান্নাতে যেতে পারবে না; যাবত না তোমরা ঈমানদার হবে। আর তোমরা ঈমানদার হতে পারবে না; যাবত না তোমরা একে অপরকে ভালবাসবে।
হাদীসটি হাফিয সুয়ূতী (র) জামিস' সাগীর গ্রন্থে বর্ণনা করে বলেছেন যে, এটা আহমাদ ও তিরমিযী বর্ণনা করেছেন। এবং তিনি এটাকে সহীহ বলেছেন।
كتاب السلام والاستئذان وآداب أخرى
باب الحث على السلام وفضله وكراهة تركه
عن الزبير بن العوام قال قال رسول الله صلى الله عليه وسلم دب اليكم (9) داء الأمم قبلكم (10) الحسد والبغضاء هي الحالقة حالقة الدين (11) لا حالقة الشعر والذى نفس محمد بيده (12) لا تؤمنوا حتى تحابوا (13) أفلا أنبئكم بشئ إذ فعلتموه تحاببتم؟ أفشوا السلام بينكم (14) (وعنه من طريق ثان وفيه) (15) لا تدخلوا (16) الجنة حتى تؤمنوا، ولا تؤمنوا حتى تحابوا الخ